খেলাধূলা ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন বিরাট কোহলি। তার যায়গায় আসতে পারেন রোহিত শর্মা। এমন এক খবর চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
ব্যাট হাতে ভালো সময় যাচ্ছেনা বিরাটের। সর্বশেষ ২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে কখনো এত বেশি সময় সেঞ্চুরি–খরায় থাকেননি কোহলি। মূলত ব্যাটিংয়ে মনোযোগ দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে টেস্ট ক্রিকেট ও আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা। তার নেতৃত্বে ৫টি আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাছাড়া জাতীয় দলের হয়ে তার অধিনায়কত্বে ২০১৮ সালের নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত।
তবে এসব কিছুকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে বিসিসিআই। কোহলির নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে ৯৫ ম্যাচ খেলে ৬৫ টিতে জয় পায় ভারত। আর টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে তার নেতৃত্বে ২৭ টিতে জয় পায় টিম ইন্ডিয়া।
Discussion about this post