খেলাধূলা ডেস্ক
হাসান আলি যিনি বিশ্ব ক্রিকেটে একজন পেসার হিসেবেই সমাদৃত । তবে বর্তমান সময়ে ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তোলায়ও বেশ কার্যকরী তিনি। যা তাঁকে অলরাউন্ডার হওয়ার আশা জাগাচ্ছে। সেই স্বপ্ন বুনতে শুরু করেছেন হাসান নিজেও। পাকিস্তানের ডানহাতি এই পেসার জানিয়েছেন, তিন ফরম্যাটেই পুরোদস্তুর অলরাউন্ডার হতে চান তিনি।
পাকিস্তান দলের সাথে সম্প্রতি অন্তবর্তীকালীন কোচ হিসেবে যোগ দিয়েছেন আব্দুল রাজ্জাকও। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারকে গুরু হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত হাসান। তাঁর কাছেই নিজের ব্যাটিং দক্ষতায় শান দিচ্ছেন তিনি। লক্ষ্য সবধরনের ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের একজন হওয়া।
হাসান বলেন, ‘আমি তিন ফরম্যাটেই ভালো অলরাউন্ডার হতে চাই। সম্প্রতি আমাদের সাথে আব্দুল রাজ্জাকের মতো দারুণ একজন কোচ হিসেবে যোগ দিয়েছে, এটা আমার জন্য বাড়তি পাওয়া। তার কাছ থেকে আমি পাওয়ার হিটিং শিখছি। সে পাকিস্তানের অন্যতম সেরা একজন সাবেক অলরাউন্ডার, আশা করছি তার উপস্থিতিতে দলের পারফরম্যান্সে উন্নতি ঘটবে।’
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষোণার পরপরই পদত্যাগ করেছেন প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। তাদের এমন সিদ্ধান্তকে হতাশজক বলছেন হাসান। তবে তিনি মনে করেন এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এ নিয়ে বেশি কিছু বলতে চান না এই পেসার।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে তাদের এমন সিদ্ধান্তে আমি খুবই মর্মাহত হয়েছি। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত তাই এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। তবে এটা খুবই হতাশাজনক।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাসান মনে করেন ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি চাপ কারন এখানে দর্শকের অনেক বেশি প্রত্যাশা থাকে। তিনি আশাবাদী জয় দিয়েই শুরু করবেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।
Discussion about this post