খেলাধূলা ডেস্ক
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে নিয়ে আসতে কোন টাকা খরচ করতে হয়নি ফরাসি জায়ান্ট পিএসজিকে। কারণ ফ্রি ট্রান্সফারে এসেছেন তিনি। তবে, সেই কারণে মোটা অংকের বেতন নিতে পেরেছেন মেসি।
পিএসজিতে মেসির বেতন কতো, এই নিয়ে অনুমান নির্ভর অনেক খবর প্রচার হলেও সত্য জানা হয়নি। আর সেই কাজটাই করলো প্রভাবশালী ফরাসি ক্রীড়া দৈনিক লা’কুইপ।
গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে পত্রিকা বলেছে, আগামী দুই মৌসুমের জন্য মেসিকে প্রতি বছর ৩০ মিলিয়ন ইউরো বেতন দেবে পিএসজি। আর যদি তিনি তৃতীয় মৌসুমে ক্লাবটিতে থাকতে রাজি হন তাহলে বার্ষিক বেতন হবে ৪০ মিলিয়ন ইউরো।
মেসির এই বেতন, পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের সমান। সম্প্রতি প্যারিসের এই ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত নতুন একটি চুক্তিতে সই করেছেন নেইমার। তবে নতুন চুক্তিতে নেইমারের বেতন বাড়েনি, বছর প্রতি কিছু কমেছে।
মেসির বেতনের এই অংকের সঙ্গে ব্যক্তিগত ও দলীয় বোনাসের কোন টাকা যোগ করা হয়নি। সেই সব নিয়ম অনুসারের সারা বছর তার হিসাবে যোগ হতে থাকবে। তবে মেসির সঙ্গে পিএসজির চুক্তির সবচেয়ে বিরল দিকটি হলো, তিনি দলটির ক্রিপ্টোকারেন্সি থেকে বছরে আরো এক মিলিয়ন ইউরো আয় করবেন।
পিএসজি সম্প্রতি ক্রিপ্টো ডটকমের সঙ্গে একটি চুক্তি করেছে, যার মাধ্যমে দলটি এক মৌসুমে ২৫ থেকে ৩০ মিলিয়ন ইউরো আয় করবে।
Discussion about this post