খেলাধূলা ডেস্ক
এই বয়সেও হাড়ে দারুণ ভেল্কি দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের এই কাপ্তান ব্যাট হাতে তেমন ছন্দে না থাকলেও উইকেটকিপার হিসেবে প্রতি ম্যাচেই দারুণ করছেন। সবশেষ কলকাতার বিপক্ষে ম্যাচেও দুটি ক্যাচ তালুবন্দি করেছেন তিনি।
গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের দিনে উইকেটকিপার হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন ধোনি। আইপিএলের ইতিহাসে উইকেটকিপার হিসেবে সব চেয়ে বেশি ক্যাচ তালুবন্দি করার রেকর্ড এখন ধোনির। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কেকেআরের উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক।
এ নিয়ে আইপিএলে ১১৭টি ক্যাচ নিজের নামের পাশে লেখলেন ধোনি। আর ১১৫টি ক্যাচ ধরেন কার্তিক। রোববারের ম্যাচে বেঙ্কটেশের পর কার্তিকও ফেরেন ধোনির হাতে ক্যাচ দিয়ে।
আইপিএলে এখনো পর্যন্ত মোট ২১৪টি ম্যাচ খেলেছেন ধোনি। মোট শিকারের দিক থেকেও কার্তিকের থেকে এগিয়ে রয়েছেন তিনি। ক্যাচ এবং স্টাম্প মিলিয়ে ১৫৫টি শিকার রয়েছে ধোনির নামের পাশে। সেখানে কার্তিকের শিকারের সংখ্যা ১৪৬।
ভারতকে ওয়ানডে, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেওয়া সাবেক এ সফল অধিনায়ক জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৫৩৮ ম্যাচে ১৬টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৬৬ রান সংগ্রহ করেন ধোনি।
আইপিএলে ২১৪ ম্যাচে অংশ নিয়ে ধোনি ২৩টি ফিফটির সাহায্যে অষ্টম সর্বোচ্চ ৪ হাজার ৬৮৪ রান সংগ্রহ করেন। সবচেয়ে বেশি ৬ হাজার ১৮৫ রান সংগ্রহ করেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৬২৭ রান সংগ্রহ করেন শিখর ধাওয়ান।
এদিকে, কলকাতাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ধোনির চেন্নাই। রোববার টস জিতে প্রথমে ব্যাট করে চেন্নাইকে ১৭২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় কলকাতা। তবে চেন্নাইয়ের ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ে জয় একসময় সময়ের ব্যাপার মনে হয়েছিল। তবে এরপরই পাল্টে যায় দৃশ্যপট। জয়ের পাল্লা চেন্নাই থেকে ঘুরতে থাকে কলকাতার দিকে। তবে শেষ হাসি হেসেছে ধোনির দলই।
Discussion about this post