খেলাধূলা ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে এসে তিক্ত অভিজ্ঞতা নিল শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ । নিজেদের মাঠে তাদের হারতে হয়েছে শেরিফ তিরাসপলের কাছে।ম্যাচ হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
অথচ ম্যাচের বড় অংশ জুড়ে রিয়ালের প্রাধান্য ছিল। তাদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে মলদোভিয়ান ক্লাবটিকে। ৭৫ ভাগ বল দখলে রেখে রিয়াল মাদ্রিদ দাপট দেখিয়েছে। কিন্তু শেরিফ তিরাসপল তাদের আক্রমণ রুখে দিয়ে সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করেছে।
৮৯ মিনিটে লুক্সেমবার্গের মিডফিল্ডার থিল দলকে মূল্যবান জয় এনে দেন। ট্রাওরের পাসে বক্সের বাইরে থেকে হাফ ভলিতে জাল কাঁপান এই মিডফিল্ডার। গোলকিপার কোর্তোয়া কিছুই করতে পারেননি।
‘ডি দুই রাউন্ড শেষ অবিশ্বাস্যভাবে শীর্ষে রয়েছে দলটি। টানা দুই জয়ে তাদের পয়েন্ট ৬। রিয়ালের প্রথম হারে আগের ৩ পয়েন্ট নিয়ে থাকতে হচ্ছে।
Discussion about this post