খেলাধূলা ডেস্ক
কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে কোভিড নীতিমালা ভেঙে তুলকালাম বাধায় আর্জেন্টিনা। ফলে মাঠে গড়ানো ম্যাচও মাথপথে বাতিল হয়ে যায়। আবারও কোভিড নীতিমালা ভঙ্গ করে শাস্তির মুখে আর্জেন্টাইন ছয় খেলোয়াড়। তবে এবার ফুটবলার নয়, নিয়ম ভেঙে নিষিদ্ধ হয়েছেন ছয় রাগবি খেলোয়াড়।
সম্প্রতি বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে কোয়ারেন্টাইন বিধিনিষেধ ভঙ্গ নিয়ে ঘটে যায় এক তুলকালাম ঘটনা। করোনাবিধি না মানার কারণে পণ্ড হয়ে যায় দু’দলের ম্যাচটি। নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়ালেও সাত মিনিটের মাথায় বাতিল হয়ে যায় সেটি। সেই ম্যাচে আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিরুদ্ধে কোভিড নীতিমালা না মানার অভিযোগ এনেছিল ব্রাজিলের স্বাস্থ্য বিভাগ।
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অনুষ্ঠিত হচ্ছে চার জাতির রাগবি চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট চলাকালীন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পাশের রাজ্য নিউ সাউথ ওয়েলসের একটি শহরে ঘুরতে গিয়েছিলেন ওই ছয় আর্জেন্টাইন খেলোয়াড়। আর তাতেই বিপত্তি বেধেছে। শুধু ছয় খেলোয়াড়ই নন, নিষেধাজ্ঞা পেয়েছেন দলটির ম্যানেজার এবং ভিডিও অ্যানালিস্টও।
Discussion about this post