খেলাধূলা ডেস্ক
নাসুম আহমেদ যিনি ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সময় পার করেছেন । দুই সিরিজ মিলিয়ে উইকেট নিয়েছেন ১৬টি। দুর্দান্ত দুই সিরিজের পর এবার নাসুমের চোখ বিশ্বকাপের দিকে তাকিয়ে। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে রোমাঞ্চিত হলেও চ্যালেঞ্জ বলে কিছু দেখছেন না তরুণ এই বোলার।
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গণমাধ্যমকে নাসুম বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি বলতে—এতদিন ছুটিতে ছিলাম, ছুটিতে কাজ করছি। নিজের যা দরকার করছি। আসলে এখানে চ্যালেঞ্জ বলতে কিছু নেই, ভালো করতে হবে যেকোনো উইকেটে। ভালো করতেই হবে। ইনশাআল্লাহ্ আমাদের চেষ্টা থাকবে ভালো করার। আমরা ভালোই করব ইনশাআল্লাহ।’
বিশ্বকাপের মূল পর্ব হবে সংযুক্ত আরব আমিরাতে। এই মুহূর্তে সেখানে আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। দুজনেই আইপিএলে ব্যস্ত সময় পার করছেন। আরব আমিরাতের উইকেট ও কন্ডিশন নিয়ে সাকিব-মুস্তাফিজের দিকেই তাকিয়ে আছেন নাসুম, ‘তাঁরা সেখানে অনেক দিন ধরে আছেন। সেখানকার উইকেট সম্পর্কে তাঁদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা আইডিয়া পাব আমরা। আমাদের মানিয়ে নিতে হবে। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, তেমনভাবে নিজেকে মেলেও ধরতে হবে।’
Discussion about this post