খেলাধূলা ডেস্ক
ম্যাক্সওয়েল, টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে; ঈর্ষা জাগানিয়া স্ট্রাইকরেটে কিংবা ডেথ ওভারে ব্যাট হাতে রান তোলার ক্ষেত্রে এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের জুড়ি মেলা ভার। কেউ কেউ তাকে বর্তমান সময়ের সেরা অলরাউন্ডারদের মধ্যে ওপরের দিকেই স্থান দিয়ে থাকেন।
সেই গ্লেন ম্যাক্সওয়েল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে তার সেরা পাঁচ বাছাইয়ের কথা জানিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। যেখানে সবার ওপরে স্থান পেয়েছেন আলোড়িত লেগ স্পিনার রশিদ খান। বাকি চারজন কারা? আন্দ্রে রাসেল, বেন স্টোকস, অ্যাডাম গিলক্রিস্ট ও শন টেইট।
গ্লেন ম্যাক্সওয়েলের পছন্দের সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার। বাম প্রান্ত থেকে রশিদ খান, আন্দ্রে রাসেল, বেন স্টোকস, অ্যাডাম গিলক্রিস্ট ও শন টেইট।
ম্যাক্সওয়েল এমনভাবে পাঁচজনের দল বাছাই করেছেন যাদের হারাতে যে কোনো প্রতিপক্ষকে হিমশিম খেতে হবে। স্পেশাল বোলারের পাশাপাশি ম্যাক্সওয়েল পাঁচজনের মধ্যে দুজন নিয়েছেন অলরাউন্ডার, একজন দুর্ধর্ষ উইকেটকিপার ব্যাটসম্যান ও একজন পেসার। পাঁচজনকে বেছে নিয়ে ম্যাক্সওয়েল বলেন তার বাছাই প্রত্যেকটি ডিপার্টমেন্টেই সেরাদের সেরা।
রশিদ খানকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম লেগ স্পিনার মনে করেন অনেকে। ম্যাক্সওয়েলও সেই দলে। তাই আফগান স্পিনারকে এক নম্বর স্থানটিই দিলেন অজি অলরাউন্ডার। শুধু সংক্ষিপ্ত ফরম্যাটেই না, ২৩ বছর বয়সী রশিদ ক্রিকেটের অন্য দুই ফরম্যাটেও সমানভাবে পারদর্শী। রশিদের বল যারা মোকাবিলা করেন তারাই শুধু অনুধাবন করতে পারেন তিনি ব্যাটসম্যানদের জন্য কতটা ভয়ংকর। এ জনয দুনিয়াজোড়া ফ্র্যাঞ্জাইসিভিত্তিক লিগগুলোতে তার চাহিদাও প্রচুর।
বল হাতে আন্দ্রে রাসেল সব সময় কার্যকরী না হলেও ব্যাট হাতে বরাবরই বিধ্বংসী। ডেথ ওভারে গুটি কয়েক বল মোকাবিলা করে বিশাল রান তোলার হয়তো তার প্রধান বৈশিষ্ট্য, যা প্রায়ই দেখা যায় ফ্র্যাঞ্জাইসি লিগগুলোতে। রাসেল কলকাতার হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলছেন, যেখানে ম্যাক্সওয়েল খেলেন পাঞ্জাব কিংসের জার্সিতে।
তিনি আছেন অজি ক্রিকেটারের দুই নম্বর বাছাইয়ে। তিন নম্বরে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে অবসর নেওয়া এ ক্রিকেটার ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করার মতো দক্ষতা রাখেন! তাই স্টোকসকে এড়িয়ে যেতে পারেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে মনে করা সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান। ভারসাম্য আনতে তাকেও পাঁচজনের দলে যোগ করেছেন ম্যাক্সওয়েল। তার নেতৃত্বেরও দারুণ একটা গুণ রয়েছে। ম্যাক্সওয়েলের পছন্দের শেষ বাছাই শন টেইট। পেসার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন তিনি।
Discussion about this post