খেলাধূলা ডেস্ক
করোনাভাইরাসের কারণে দর্শকদের স্টেডিয়ামের বাইরে রেখেই ক্রিকেট শুরু হয়। যদিও পরবর্তীতে শর্ত সাপেক্ষে কিছু কিছু দেশে ফেরানো হয়েছে দর্শক। শংকা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকদের ফেরা নিয়ে। তবে অবশেষে স্বস্তি পেল ক্রিকেটপ্রেমিরা। করোনাকালেও দর্শকের উপস্থিতি থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্যালারিতে।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে দর্শক থাকবে ৭০ শতাংশ। ওমানে অনুষ্ঠেয় প্রথম পর্বে কিছু খেলাতেই দর্শক উপস্থিতির দেখা মিলবে।
এর ফলে করোনাকালে বড় পরিসরে সবচেয়ে বেশি দর্শক দেখতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। চলমান আইপিএলে দর্শক উপস্থিতির অনুমতি মিললেও সেটি সীমিত আকারে। পাশাপশি বিক্রি শুরু হয়েছে টিকিট। টিকিট পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েব সাইট https://www.t20worldcup.com/tickets -এ।
ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। প্রথম রাউন্ডে মাস্কাটে ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। একই দিন মাঠে নামবে স্কটল্যান্ড-বাংলাদেশও। এই পর্বে খেলে দুটি গ্রুপ থেকে চারটি দল টুর্নামেন্টের মূল পর্বে (সুপার টুয়েলভ) সুযোগ পাবে। সুপার টুয়েলভ শুরু হবে ২৩ অক্টোবর।
Discussion about this post