খেলাধূলা ডেস্ক
এবার টি-টোয়েন্টিতে ক্রিস গেইলকে পেছনে ফেলে সবচেয়ে কম ইনিংস খেলে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
এর আগে ৬ হাজারি ক্লাবেও বাবর আজম ছিলেন পাকিস্তানের হয়ে দ্রুততম। পরের এক হাজারে তিনি ছাড়িয়ে গেলেন বিশ্বের সবাইকে। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে’ খেলছেন বাবর আজম। যেখানে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন তিনি। আর শেষ ম্যাচেই বাজিমাত করেছেন বাবর। সোমবার (৪ অক্টোবর) সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে বাবর ৪৯ বলে ৫৯ রান করেন। আর তাতেই বিশ্ব রেকর্ডের খাতায় নাম লেখান ২৬ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটসম্যান।
টি-টোয়েন্টিতে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডে গেইলের (১৬২ ইনিংস) চেয়ে ৩ ইনিংস বেশি নিয়ে তালিকার ২ নম্বরে ছিলেন বাবর। সেখান থেকে মাত্র ২২ ইনিংসেই বাবর পরের ১ হাজার রান করে ফেলেছেন।
তবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় ঠিকই গেইল সবার উপরে। ১৪ হাজার ২৭৬ রান নিয়ে তালিকায় সবার উপরে গেইল। এরপর যথাক্রমে আছেন কাইরন পোলার্ড ১১ হাজার ২২৩ রান নিয়ে। এছাড়া শোয়েব মালিকের রান ১০ হাজার ৯৪৮ এবং বিরাট কোহলির সংগ্রহ ১০ হাজার ৮৮ রান।
Discussion about this post