খেলাধূলা ডেস্ক
ইতোমধ্যে প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গেছে তিন দলের। চতুর্থ দল কে হবে এ নিয়েই ছিল সব জল্পনা-কল্পনা ছিল। রাজস্থান রয়্যালসেরও ছিল দারুণ সুযোগ। শেষ দুই ম্যাচে জয় পেলেই হতো তাদের। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় ওই পথ কঠিন হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের দলের।
মঙ্গলবার আইপিএলের ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার (০৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা রাজস্থান নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান সংগ্রহ করতে পারে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৭০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বাই।
আগে ব্যাট করতে নেমে ২৭ রানের উদ্বোধনী জুটি পায় রাজস্থান। ৯ বলে ১২ রান করে জসস্বী জাসওয়াল সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। এরপর যেন রীতিমতো ধ্বস নামে রাজস্থানের ইনিংসে।
দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ওপেনার এভিন লুইস। ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে হারিয়ে ৯০ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন কুলটার নায়ার। ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন জিমি নিশাম।
ছোট লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি রাজস্থানকেও। ১৩ বলে ২২ রান করে আউট হন রোহিত শর্মা। তবে ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন ঈশান কিশান। ৭০ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় মুম্বাই।
আসরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে রাজস্থান।
Discussion about this post