খেলাধূলা ডেস্ক
সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা ‘বোনহামস অকশন হাউসে’ নিলামে তোলা হয়েছিল বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা ২৬টি চিত্রকর্ম। সেখানে ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে সেই চিত্রকর্মগুলো।
বুধবার (৬ অক্টোবর) বিবিসি এ খবর জানায়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছিল মোহাম্মদ আলীর ২৬টি চিত্রকর্ম। এসব চিত্রকর্মের মধ্যে ছিল পেন্সিল-চারকোলে এবং রং-তুলিতে আঁকা ড্রইং, স্কেচ ও পেইন্টিং।
এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘ভ্রমরের মতো দংশন’ (স্টিং লাইক এ বি) পেইন্টিংটি। নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে এই ছবিটি কিনে নিয়েছেন এক ক্রেতা।
দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রোগ পার্কিন্সন্সে ভোগার পর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মারা যান মোহাম্মদ আলী।
Discussion about this post