খেলাধূলা ডেস্ক
সর্বোচ্চ ৫৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জয়ী হয়েছেন নাজমুল হাসান পাপন। সর্বশেষ পরিচালনা পর্ষদের এই সভাপতি শুধু জিতেই খুশি হননি, এমন নির্বাচন আর দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের মনোনয়নে ২০১২ সালের অক্টোবরে প্রথম বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হাসান পাপন। এক বছর পর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হন পাপন। এবার পরিচালক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন আবাহনীর এই কাউন্সিলর।
নির্বাচনে জিতে নাজমুল হাসান বলেন, ‘কোনো সন্দেহ নেই, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কাউন্সিলররা ভোট দিয়েছেন এটাই বড় কথা। বিসিবিতে এমন নির্বাচন আর দেখিনি। আমি আরও খুশি হতাম যদি আরও অনেক অংশগ্রহণ থাকতো। ক্রিকেটে অবদান রাখতে পারতেন এমন অনেকেই আসেনি নির্বাচনে।’
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুষ্ঠিত নির্বাচনে পাপন ছাড়াও ক্যাটাগরি–২ থেকে গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মুর্তজা ও আজাদ স্পোর্টিংয়ের এনায়েত হোসেন সিরাজও সমান ৫৩ ভোট করে পেয়ে নির্বাচিত হন।
এই ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের নজীব আহমেদ (৫১), মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহবুবুল আনাম (৪৭), শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ রশীদ নিজাম (৫১), কাকরাইল বয়েজ ক্লাবের সালাহউদ্দিন চৌধুরী (৪৯), শেখ জামাল ক্রিকেটার্সের ইসমাইল হায়দার মল্লিক (৫২), সূর্য তরুনের ফাহিম সিনহা (৫০), ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের ইফতেখার রহমান (৫০), ঢাকা এসেটসের মনজুর কাদের (৪৯) ও আসিফ শিফা ক্রিকেট একাডেমির মনজুর আলম (৪৬)
Discussion about this post