খেলাধূলা ডেস্ক
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) শারজায় দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর মুখোমুখি হওয়ার অপেক্ষায় বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স।
দিল্লি, চেন্নাই ও ব্যাঙ্গালুরু প্লে অফ আগেই নিশ্চিত হয়েছে। চতুর্থ দল হিসেবে প্লে অফের দারুণ সম্ভাবনা আছে সাকিবের কলকাতার। ১৩ ম্যাচে কেকেআরের পয়েন্ট ১২। আর সমান ম্যাচে রাজস্থানের সংগ্রহ ১০ পয়েন্ট। সেক্ষেত্রে কোনোমতে রাজস্থানকে হারালেই প্লে অফ নিশ্চিত হবে কলকাতা নাইট রাইডার্সের।
এদিকে গেল ম্যাচে শেষ বলে ম্যাচ জিতে কোহলিদের পথে বিঘ্ন সৃষ্টি করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আবুধাবিতে বুধবার (৬ অক্টোবর) রাতে ব্যাঙ্গালুরুকে ৪ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। এই হারের পর ১৩ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে ব্যাঙ্গালুরু। দুইয়ে থাকা চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১৮। তবে সমানসংখ্যক ম্যাচে হায়দ্রাবাদের পয়েন্ট মাত্র ৬।
হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর হাতে আছে এখন একটি করে ম্যাচ। তবে শেষ ম্যাচে কোহলিরা জিতলেও নেট রানরেটের কারণে দুই নম্বরে থেকে শেষ করা প্রায় অসম্ভব ব্যাপার তাদের জন্য।
১৪২ রানের টার্গেটে খেলতে নেমে ব্যর্থ হন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৫ রানেই ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি। কোহলি ওপেনিং সতীর্থ দেভদূত পাডিকল খেলেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে করেন ৪০। বাকিদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স ১৯, শাহবাজ আহমেদ ১৪ ও শ্রিকর ভারত ১২ রান যোগ করেন স্কোর বোর্ডে।
Discussion about this post