খেলাধূলা ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য ১৭২ রান করতে হবে রাজস্থান রয়্যালসকে।
টস হেরে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার শুবমান গিল ও ভেঙ্কটেস আয়ার। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৭৯ রান। এ সময় ৩৮ রান করে বিদায় নেন আয়ার। গিল পূর্ণ করেন হাফসেঞ্চুরি। বাকিদের মধ্যে রাহুল ত্রিপাটি ২১, দিনেস কার্দিক ১৪ ও মরগ্যান ১৩ রান করেন।
নকআউটে উঠার দৌড়ে এখনও রয়েছে মুস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস। তবে সেটা শুধু কাগজে-কলমেই। তার চেয়ে বরং উজ্জ্বল সম্ভাবনা সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্সের। এখন পর্যন্ত তিন দল নক আউটের টিকেট নিশ্চিত করেছে। চতুর্থ স্থানটির জন্য লড়াই তিন দলের। সানরাইজার্স হায়দরাবাদ এক ম্যাচ হাতে রেখেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
পয়েন্ট টেবিলের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা দলগুলো হচ্ছে কলকাতা, মুম্বাই, পাঞ্জাব ও রাজস্থান। এর মধ্যে কলকাতা ও মুম্বাইয়ের পয়েন্ট ১২ করে। পাঞ্জাব ও রাজস্থানের পয়েন্ট ১০ করে। প্রত্যেকটি দলেরই ম্যাচ বাকি একটি করে। সে হিসেবে কলকাতা ও মুম্বাই নিজেদের বাকি থাকা ম্যাচে হারলে রাজস্থান ও পাঞ্জাবের পয়েন্টও কলকাতা ও মুম্বাইয়ের সমান হবে। সে ক্ষেত্রে পাঞ্জাব ও রাজস্থানের নকআউটে যাওয়ার সুযোগ থাকবে। তার জন্য বিশাল ব্যবধানে জিততে হবে হায়দরাবাদ কিংবা রাজস্থানকে। কেননা রানরেটে যে এখনও কলকাতা ও মুম্বাইয়ের তুলনায় অনেক পিছিয়ে পাঞ্জাব ও রাজস্থান।
গেল ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তোলে রাজস্থান। জবাবে ব্যাঙ্গালুরুকে ১৩৭ রানের বেশি করতে দেয়নি কেন উইলিয়ামসনের দল। ফলে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে ব্যর্থ হন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৫ রানেই ভুবনেশ্বর কুমারের শিকার হন তিনি। কোহলি ওপেনিং সতীর্থ দেভদূত পাডিকল খেলেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে করেন ৪০। বাকিদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স ১৯, শাহবাজ আহমেদ ১৪ ও শ্রিকর ভারত ১২ রান যোগ করেন স্কোর বোর্ডে।
Discussion about this post