খেলাধূলা ডেস্ক
চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য লিওনেল মেসি চার জন ফুটবলারকে ভোট দেবেন বলে জানিয়েছেন, কিন্তু সেখানে নেই পিএসজি তারকার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
মেসি যাদের ভোট দেবেন তারা হলেন- সতীর্থ কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র, লেওয়ানডোস্কি ও করিম বেনজেমা। শনিবার (৯ অক্টোবর) এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ব্যালন ডি’অরের জন্য আমার দলের দুইজনকে ভোট দেব। ওরা কিলিয়ান ও নেইমার। তা ছাড়া লেওয়ানডোস্কি ও করিম বেনজেমাকেও ভোট দেব।’
এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন ফেবারিট মনে করা হচ্ছে চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহোকে। তিনিই এ মৌসুমে একমাত্র প্লেয়ার যে একাধারে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। অনেকে আবার মেসিকে জর্জিনহোর চেয়েও ফেবারিট মানছেন। এ বছরই যে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার স্বাদ নিয়েছেন সাবেক বার্সেলোনা ফুটবলার। নিজের ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা সম্পর্কে মেসি বলেন, ‘আমার কাছে মনে হয় আমি ব্যালন ডি’অর জেতার জন্য ফেবারিট না। আরেকটি বিষয় হলো, ফল প্রকাশের আগে এ সব বিষয় নিয়ে আমার আগ্রহও কম। তবে আমি যদি এবার এই পুরস্কার জিতে যাই তা হবে অনেক সম্মানের।’
ফুটবলে সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। ফরাসিভিত্তিক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ প্রতি বছর সেই বছরের সেরা পারফরমারকে এই পুরস্কার দিয়ে থাকে। এ বছরের পুরস্কারের জন্য ৮ অক্টোবর প্রকাশ করা হয় ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। যেখানে নাম রয়েছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, রবার্ট লেওয়ানডোস্কি ও জর্জিনহো, এমবাপ্পে, নেইমার ও করিম বেনজেমার। ৩০ জনের মধ্যে থেকে আগামী ২৯ নভেম্বর নির্ধারণ করা হবে কে জিতবে সম্মানজনক এ পুরস্কার।
লিওনেল মেসি চলতি ২০২১ মৌসুমে ৩৬ গোল, ১৪ এসিস্ট, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং বার্সেলোনার কোপা দেল রে জয় করে। দারুণ সময় কেটেছে এই ফুটবল জাদুকরের। তাই এখন থেকেই বলা হচ্ছে, সপ্তম বারের মতো ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এ পুরস্কার উঠছে মেসিরই হাতে।
Discussion about this post