খেলাধূলা ডেস্ক
বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে শেষ ম্যাচে নেপালকে হারাতেই হবে। জয় ছাড়া অন্য যে কোনো ফলই বাংলাদেশের বিদায়ঘন্টা বাজাবে। ৫ দিন বিশ্রাম পাওয়া জামাল ভূঁইয়াদের নিয়ে তাই আলাদা পরিকল্পনাই করতে হবে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে।
মালদ্বীপের কাছে হারের পর কেটে গেছে তিন দিন। বাংলাদেশ দল হোটেলেই সময় কাটিয়েছে। প্রথম দিন জিম ও সুইমিং করলেও শনিবার পুরোপুরি বিশ্রাম কাটিয়েছেন খেলোয়াড়রা। ছুটিতে ছিলেন সবাই। আজ রবিবার থেকে মাঠের অনুশীলনে ফিরতে যাচ্ছে জামাল ভূঁইয়ারা। ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। ‘ছুটির’ দিনে নেপাল বধের পরিকল্পনা এঁটে নতুন উদ্যমে অনুশীলনে নামতে যাচ্ছে অস্কার ব্রুজনের দল।
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ গোলকিপার আশরাফুল ইসলাম রানা। আনিসুর রহমান জিকোর ওপর ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ ব্রুজন। একাদশে থাকা না থাকা নিয়ে রানা কিছু বলেননি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় শেখ রাসেলের গোলকিপার আশার কথাই শুনিয়েছেন, ‘রবিবার থেকে আবারও আমাদের অনুশীলন শুরু হবে। আমাদের ১৩ অক্টোবর নেপালের সঙ্গে যে ম্যাচ আছে, সেটা নিয়েই সব পরিকল্পনা থাকবে।’
তবে ভারতের বিপক্ষে গোল করা ইয়াসিন আরাফাত থাকছেন না নেপাল ম্যাচে। কার্ডের কারণে গ্যালারিতে জায়গায় হচ্ছে তার। তবে আশার কথা নিষেধাজ্ঞা কাটিয়ে উইঙ্গার রাকিব হোসেন ও ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ফিরছেন।
রানা বলেছেন, ‘ইয়াসিন আরাফাত না থাকায় বড় ধরনের কোনও প্রভাব পড়বে না। কেননা আমাদের দলের সবার মধ্যে প্রথম একাদশে খেলার সামর্থ্য আছে। রাকিব আর বিশ্বনাথ এই ম্যাচে ব্যাক করবে এবং সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে অবশ্যই নেপালের সঙ্গে জিততে পারবো।’
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা নেপালের বিপক্ষে ম্যাচে মাঠে এসে সমর্থন দেবে বলে প্রত্যাশা রানার, ‘মালদ্বীপে যারা প্রবাসী আছেন, তারা অবশ্যই মাঠে এসে উৎসাহ দেবে। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি করতে পারি।’
২৩ জনের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের। তবে দলে থেকে সতীর্থদের অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। সাফের মতো বড় একটা টুর্নামেন্টে আমাকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন যাতে নেপালের বিপক্ষে জিততে পারি এবং ম্যাচটা বিজয়ের মাধ্যমে ফাইনাল খেলতে পারি। যদি আমি মাঠে নামার সুযোগ পাই, তবে চেষ্টা করবো নিজের সেরাটা দেওয়ার।’
Discussion about this post