খেলাধূলা ডেস্ক
টি-টোয়েন্টি ক্যারিয়ারে খুব বেশি ম্যাচ খেলা হয়নি সাইফউদ্দিনের। তবে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড- শেষ এই তিন সিরিজে দুর্দান্ত বোলিং করে তুলে নেন ১১ উইকেট। তাই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার অংশ নিতে যাওয়া ফেনীর এই ক্রিকেটারের জন্য অপেক্ষা করছে ভালো কিছু। ব্যাটিং-বোলিংয়ে সবটা উজাড় করে দেওয়ার অপেক্ষায় আছেন তিনিও।
সাইফউদ্দিন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। তবে ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ২০১৭ সালের ৪ এপ্রিল, কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাইফউদ্দিনের। এরপর এই ফরম্যাটে চার বছরে চেষ্টা করেছেন নিজের সেরাটা উজাড় করে দিতে। তবে ইনজুরির সঙ্গে লড়াই করার কারণে ক্ষুদ্র ফরম্যাটে বোলিং কিংবা ব্যাটিংয়ে গর্ব করার মতো তেমন ভালো কিছু করতে পারেননি তিনি।
সাইফউদ্দিনের বোলিংয়ে বেশ ভ্যারিয়েশন রয়েছে। সুইংয়ের পাশাপাশি ইয়র্কার করতে বেশ পারদর্শী ২৪ বছর বয়সী পেসার। বিশেষ করে স্লগ ওভারে সাইফের বোলিংয়ে কুপোকাত প্রতিপক্ষের ব্যাটাররা। এ পর্যন্ত ২৫টি টোয়েন্টি ম্যাচ খেলে আট দশমিক চার আট ইকোনমিতে সাইফউদ্দিন নিয়েছেন ২৬ উইকেট। যেখানে তার সেরা বোলিং ৩৩ রানে ৪ উইকেট।
বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনে ব্যাট হাতেও হাল ধরতে পারেন সাইফউদ্দিন। যদিও টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার নামের পাশে রানটা বড্ড বেমানান। ২৫ ম্যাচে ১০৬ দশমিক আট তিন স্ট্রাইক রেটে তার রান মাত্র ১৭২ । বিশ্বকাপের আগেই ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে টাইগাররা। যেখানে দলের জয়ে অবদান রেখেছেন সাইফউদ্দিন। চার ওভার বোলিং করে ১৭ রান তিনি নেন দুই উইকেট।
সে কারণেই বোধহয় বিশ্বকাপে নিজের সেরা বোলিং উপহার দিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখবেন এই পেস বোলিং অলরাউন্ডার- এমন প্রত্যাশা লাল-সবুজ সমর্থকদের।
Discussion about this post