খেলাধূলা ডেস্ক
আগামী ১৭ অক্টোবর থেকে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টের আসর শুরুর আগেই নতুনত্ব আনলো ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণের গত ছয় বৈশ্বিক আসরে এতদিন ছিল না ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ব্যবহার। এবারের বিশ্বকাপে নতুন করে যুক্ত হচ্ছে এই প্রযুক্তি।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) সূত্রে জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহার হবে ডিআরএস প্রযুক্তি। প্রতিটি দল চাইলে ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে। ম্যাচে নিরপেক্ষ ও সঠিক সিদ্ধান্ত পাওয়ার লক্ষ্যেই এ নিয়ম করা হয়েছে।
এছাড়া আরও একটি পরিবর্তন আনা হচ্ছে। তাহলো বৃষ্টি বাধায় কিংবা অন্যান্য কারণে খেলা দেরি হলে, ন্যূনতম ওভারের সংখ্যাও বাড়ানো হবে। এতদিন পাঁচ ওভার খেলা হলেই কোনো ম্যাচের ফল আসতো। এই নিয়ম থাকবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও। কিন্তু সেমিফাইনাল ও ফাইনালে বদলে যাবে সেটিও। অন্তত ১০ ওভার খেলা না হলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচটি।
২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছিল। সেই সময়ও ডিআরএসের ব্যবহার ছিল না। টি-২০ বিশ্বকাপে প্রথম ডিআরএস ব্যবহার করা হয় ২০১৮ সালে। তবে সেটি ছিল নারীদের টি-২০ বিশ্বকাপ। পুরুষদের বিশ্বকাপে এবারই প্রথম ডিআরএস ব্যবহার করা হবে।
আগামী ১৭ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রথম পর্ব। একই দিনে ওমানের মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশও।
এদিকে, আসন্ন বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। রোববার (১০ অক্টোবর) আইসিসির ওয়েবসাইটে প্রাইজমানি সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, ১৬ দলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। এছাড়া রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। বাংলাদেমি মুদ্রায় যা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা।
এদিকে, জানা গেছে সেমিফাইনালিষ্ট দুই দলের প্রাইজমানিও। সেমিতে বাদ পড়া দুই দল ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা করে পাবে। এছাড়া ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে পুরো টুর্নামেন্টের জন্য। যা অংশগ্রহণকারী ১৬ দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
করোনাভাইরাস মহামারির কারণে এবারের ভেন্যু পরিবর্তন করে আইসিসি। শুরুতে ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা বদলে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। তবে স্বাগতিক থাকছে ভারতই। ভেন্যু পরিবর্তনের পর আবুধাবি স্পোর্টস কাউন্সিল ঘোষণা দেয় স্টেডিয়ামে দর্শক প্রবেশ করতে পারবে।
Discussion about this post