খেলাধূলা ডেস্ক
টি-টুয়েন্টি বিশ্বকাপে নতুন এক মাইলফলকের সামনে সাকিব আল হাসান। এই আসরে ১০টা উইকেট তুলতে পারলেই আফ্রিদিকে টপকে হবেন সেরাদের সেরা। সেই সাথে এই আসরেই মালিঙ্গাকে টপকে সাকিব হয়ে যাচ্ছেন আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক, সেটা একরকম নিশ্চিত।
সাকিব মানেই দুর্জয় দুর্দান্ত, অদম্য। রহস্যে ঠাসা কোনো এক রূপকথার মতো যার পরতে পরতে রোমাঞ্চে ঠাসা। পড়ে যাওয়ার পর যে ঘুরে দাঁড়ায়, দৌড়ে ছুঁয়ে ফেলে কাঙ্ক্ষিত মাইলফলকটাও, যাকে আটকে রাখা যায় না কোনো দেশকালের সীমানায়।
তবে নিষেধাজ্ঞার নিকষ সময় পার করে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়েই মাঠে ফিরেছিলেন, বারবার নিজেকে হারিয়ে ফিরছিলেন, বলটা কথা শুনলেও ব্যাটটায় ছিল না ধার। অনবরত চেষ্টায় সাকিব ফিরে এসেছেন, ব্যাট বল দুই মিলে পুষিয়ে দিয়েছেন।
আর এসবের পেছনে ছিল একটাই কেবল কথা- চেষ্টা আর চেষ্টা। দুরন্ত সাকিব সেই চেষ্টাটা করতে পারেন বেশ ঠাণ্ডা মাথায়, তাইতো জীবনের চোরাগলি থেকে সহজেই ফিরে আসতে পারেন চেনা কবিতায়, ছড়াতে পারেন দ্যুতি দারুণ মুগ্ধতায়।
আর সেই মুগ্ধতার কাব্যে আরেকটা মাইলফলক ছুঁয়েছেন সাকিব, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে একশ’র বেশি উইকেট নিয়ে তিনি আছেন টপ লিস্টের দুই নম্বরে, আর মাত্র দুটো উইকেট নিলে হয়ে যাবেন সবার সেরা।
পুরনো খবরে সাথে আরও একটা নতুন আলাপ আছে, সাকিবের সামনে আরেকটা নতুন মাইলফলকের হাতছানি। টি-টুয়েন্টি বিশ্বকাপে আর মাত্র দশটা উইকেট নিলেই সাকিবের হয়ে যাবেন সবার সেরা, তাকে আর যাবে না ধরা।
মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সেরাদের সেরা হওয়া এখন কেবল সময়ের ব্যাপার, তবে বিশ্বকাপে সেরা হওয়াটা একটু কঠিন। সাকিব কি পারবেন বরাবরেও মতো এবারও কঠিন পথটা সহজ করে নিতে? দশটা উইকেট ঝুলিতে পুরে টি-টুয়েন্টি বিশ্বকাপেও সেরাদের সেরা হতে? জানতে হলে উত্তরটা, করতে হবে আরও কয়টা দিন অপেক্ষা।
Discussion about this post