খেলাধূলা ডেস্ক
আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে গেলো কেকেআর। এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙালুরুকে ৪ উইকেটে হারালো সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
সোমবার (১১ অক্টোবর) মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে ফিল্ডিংয়ে নামে কলকতা। সাকিবের আঁটসাঁট বোলিং আর সুনিল নারাইনের ঘূর্ণিতে ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি। জবাবে ৬ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মরগ্যানবাহিনী।
শারজাহ’তে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। শুরুটা দুর্দান্ত হয় আরসিবি’র। ওভার প্রতি ১০ এর বেশি করে রান তুলতে থাকেন দুই ওপেনার। কিন্তু পাড্ডিকাল আউট হওয়ার পরেই ব্যাকফুটে চলে যায় আরসিবি।
সাকিব আল হাসানের টাইট বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে তারা। সাকিবকে দেখেশুনে খেলতে গিয়ে অন্যপাশে উইকেট বিলিয়ে দেন চ্যালঞ্জার্সের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে তাদের ইনিংস।
জবাব দিতে নেমে নাইটদের শুরুটাও হয় রাজার মতো। দুই ওপেনারের ভেলকিতে চোখে শর্ষেফুল দেখতে থাকে রয়্যালস বোলাররা। কিন্তু, আচমকা দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে কলকাতা। নিতিশ রানা-সুনিল নারাইন এবং কার্তিক ফিরে গেলে বিপদ আরো বাড়ে নাইটদের।
পরে, অধিনায়ক মরগানের সঙ্গে দলের হাল ধরেন সাকিব আল হাসান। আরব আমিরাত পর্বে প্রথমবার ব্যাট করার সুযোগ পেলেও নিজের মুন্সিয়ানা দেখাতে ভুলেন নি মিস্টার সেভেন্টি ফাইভ। দুই বাঁ-হাতির বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত হয় কলকাতা নাইট রাইডার্সের।
আগামী বুধবার (১৩ অক্টোবর) দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির মুখোমুখি হবে কলকাতা।
Discussion about this post