খেলাধূলা ডেস্ক
যুব বিশ্বকাপের ফাইনালে আগ্রাসী এক মনোভাব দেখিয়ে সবার মন জয় করেছিলেন পেসার শরিফুল ইসলাম। শুধু ভারতের বিপক্ষেই নয়, প্রতিটি দলের বিপক্ষে গতি আর বাউন্স দিয়ে নিজের আগমনী বার্তার জানান দিয়েছিলেন তিনি।
দেখতে দেখতে এই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে তার। এখন তো দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন শরীফুল। প্রথমবারের মতো বড়দের বিশ্বকাপে যাওয়ার আগে বিশ ওভারের টুর্নামেন্টকে ঘিরে নিজের ভাবনা জানিয়ে গেছেন এই তরুণ পেসার।
প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেকে উপস্থাপন বিষয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে, প্রতিটি ক্রিকেটারেরই এমন একটা স্বপ্ন থাকে। আমি প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য দারুণ একটি ব্যাপার। বলতে পারেন এক কথায় আমি তো রোমাঞ্চিত। নতুন জায়গায়, নতুন কন্ডিশনে জানি না কেমন হবে। অবশ্যই নির্বাচকরা আমার ওপর আস্থা রেখেছেন, আমি সেই আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ লড়াই করে যাব ।
আইপিএলে খেলেছেন মোস্তাফিজ, তার সঙ্গে কন্ডিশন বিষয়ে শরীফুল বলেন,মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। উনি (মোস্তাফিজ) জানানোর চেষ্টা করেছেন কীভাবে আরব আমিরাতে ভালো করা সম্ভব।
মিরপুরের স্লো উইকেট থেকে মরুর বুকে হুট করে স্পোর্টিং উইকেট এ নিজেকে মানিয়ে নিবেন জানিয়ে শরীফুলের সহজ-সরল উক্তি “অসুবিধা হওয়ার কথা নয়। পেশাদার ক্রিকেটার হিসেবে সব কন্ডিশনে বোলিং করার স্কিল আমাদের তৈরি করতে হবে। ওমান কিংবা আরব আমিরাতে যদি ভিন্ন কন্ডিশন হয়, তাহলে কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করবো। বিশ্বকাপ যেহেতু আইসিসির ইভেন্ট, আশা করি ওখানে স্পোর্টিং উইকেট হবে। পেসারদের জন্য উইকেটে কিছু না কিছু সুবিধা থাকবেই”।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শরিফুলের লক্ষ্য হলো অনেক বড় বড় ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করার মাধ্যমে তাদের আটকে রাখার।
এক্ষেত্রে শরীফুলের ড্রিম উইকেট হলো বিরাট কোহলি। ভারতের বিপক্ষে সুযোগ পেলেই তার উইকেটটি নিতে চান।
Discussion about this post