খেলাধূলা ডেস্ক
দুবাইয়ে অনুষ্ঠিত ১৪তম আইপিএলের ফাইনাল মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক দুই দিন আগে অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল। মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। অন্যদিকে ইয়ন মরগ্যানের কলকাতার সামনে তৃতীয় আইপিএল শিরোপা জেতার সুযোগ।
এর আগে একবার আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং চেন্নাই। ২০১২ সালের সেই আসরে চেন্নাইকে হারিয়ে শিরোপা জিতেছিল কলকাতা।
ফাইনাল ছাড়াও চেন্নাই-কলকাতা এর আগে ২৫ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চেন্নাই জিতেছে ১৬ ম্যাচ। আর কলকাতার জয় ৮টিতে। এ ছাড়া পরিত্যক্ত হয় ১টি ম্যাচ। তবে ফাইনালে চেন্নাইকে হারানোর সুখস্মৃতি আছে কলকাতার। ২০১২’র ফাইনালে চেন্নাইকে হারিয়েই প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল কলকাতা। সেই ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২৫ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭ বলে ১১ রানে অপরাজিত ছিলেন।
কলকাতার হয়ে শেষ দুই ম্যাচে বল হাতে ভালো করেছেন সাকিব। কলকাতার মেন্টর ডেভিড হাসি জানিয়েছেন, ফাইনালে দেখা যেতে পারে আন্দ্রে রাসেলকে। রাসেলের গ্রেড-২ হ্যামস্ট্রিং ইনজুরি। রাসেল দিল্লির সঙ্গে ম্যাচের আগে বোলিং অনুশীলন করেছে। তবে রাসেল দলে ফিরলে এক বিদেশি খেলোয়াড়কে বসাতে হবে কলকাতার। সে ক্ষেত্রে কপাল পুড়তে পারে সাকিব বা লকি ফার্গুসনের।
Discussion about this post