খেলাধূলা ডেস্ক
আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৪১ রানের লক্ষ্যে খেলছে বাংলাদেশ দল। লিটন-সৌম্য শুরুতে ফিরলেও সেই ধাক্কা সামলে জবাব দিচ্ছেন মুশফিক-সাকিব। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ ওভারে ৫৯ রান। ক্রিজে আছেন সাকিব (১৭) ও মুশফিক (২৯)।
মিডউইকেটে ইনিংসের দ্বিতীয় বলে চার মেরে পরের ওভারে শেষ রক্ষা হয়নি সৌম্যর। ডেভির বলে ঠিক একই জায়গায় মেরে খেলতে গেলেও ততক্ষণে সেখানে দাঁড়িয়ে গেছেন এক ফিল্ডার! ফাঁদে পড়ে সৌম্য বিদায় নেন ৫ রান করে।
শুরুর ধাক্কা সামলানোর বদলে উইকেট বিলিয়ে দেন ওপেনার লিটন দাসও। উইকেট ছেড়ে এসে মিড অফে ক্যাচ তুলে দেন ব্র্যাড হুইলের বলে। দুই ওপেনারের বিদায়ের চাপটা গিয়ে পড়ে সাকিব-মুশফিকের ওপরে। পাওয়ার প্লেতে কাঙ্ক্ষিতভাবে রানের জোগান দিতে পারেননি তারা। পাশাপশি স্কটিশ বোলিংয়ে রান রেটের চাপও বাড়তে থাকে প্রতিনিয়ত। কিন্তু মুশফিক হাত খোলার চেষ্টায় রয়েছেন। শ্লথ গতিতে তাকে সঙ্গ দিচ্ছেন সাকিব।
Discussion about this post