খেলাধূলা ডেস্ক
১৪০ রানের জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালো বাংলাদেশ। তারপর হাল ধরতে চেয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ ক্রিকেটার অনেকক্ষণ ক্রিজে থাকলেন ঠিকই কিন্তু বলের সঙ্গে পাল্টা দিয়ে রান তুলতে ব্যর্থ হলেন। প্রত্যাশা মেটাতে পারেননি আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহানরা। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার সূচনা হলো দুঃস্বপ্নের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে বাংলাদেশ।
রোববার (১৭ অক্টোবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামের পিচকে কঠিন মনে হয়নি কখনোই। কিন্তু একের পর এক দায়িত্বহীন শট খেলে বিপদ ডেকে আনেন বাংলাদেশি ব্যাটাররা। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা স্পিনবান্ধব উইকেটে খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে হেরে সেই প্রশ্নটা বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
এর আগে শুরুতে জর্জ মানজির কার্যকারী এক ইনিংসের পর ক্রিস গ্রিভসের শেষের ঝড়ে ১৪০ রানের সংগ্রহ গড়েছিল স্কটল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাইফউদ্দিনের ইয়র্কার সামলাতে না পেরে ৭ বল খেলে শূন্য রানে বিদায় স্কটল্যান্ড অধিনায়ক। এরপর শক্ত একটা জুটি গড়ে তুলেছিলেন ম্যাথু ক্রস ও জর্জ মানজি। দ্বিতীয় উইকেটে তাদের জুটি ছিল ৪০ রানের।
তবে মাঝের ওভারগুলোতে সাকিব-মেহেদি আক্রমণে এলেই ছন্দ হারিয়ে ফেলেন স্কটিশরা। অষ্টম ওভারে এক বলের ব্যবধানে ম্যাথু ক্রস ও জর্জ মানজিকে ফেরান শেখ মেহেদি হাসান। ১১তম ওভারে রিচি বেরিংটন ও মাইকেল লিস্ককে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের শিকারী বনে যান সাকিব আল হাসান। পরের ওভারে মেহেদি ক্যালাম ম্যাকলিওডকে নিজের তৃতীয় শিকার বানালে ৮ রানের ব্যবধানে চার উইকেট হারায় স্কটল্যান্ড। স্কটিশদের কোমড় ভেঙে পড়ে সেখানেই। মনে হচ্ছিল, একশ বুঝি পেরুতে পারবে না দলটি।
কিন্তু সাকিব-মেহেদির স্পেল শেষ হতেই খোলস ছেড়ে বেড়িয়েছেন স্কটিশরা। অন্য প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতন হলেও একপ্রান্ত ধরে রেখে ক্রিস গ্রিভস স্লগ ওভারগুলোতে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের পেসারদের ওপর। শেষ ৫ ওভারে ৫৩ রান তোলে স্কটল্যান্ড। ইনিংসের শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ফেরার আগে মাত্র ২৮ বল খেলে ৪৫ রান তোলেন গ্রিভস। তার ইনিংসে চারের মার ৪টি, ছক্কা ২টি। এছাড়া ১৭ বলে ২২ রান করেছেন মার্ক ওয়াট। জর্জ মানজি ২৩ বলে ২৯ রান করেছেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানে থেমেছে স্কটল্যান্ড।
Discussion about this post