খেলাধূলা ডেস্ক
স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সতর্ক বাংলাদেশ। আভাস পাওয়া গেছে এ ম্যাচে দলের ওপেনিংয়ে পরিবর্তন আনা হচ্ছে।
স্কটিশদের বিপক্ষে ইনিংস ওপেন করেছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। দুজনই স্কোর বোর্ডে মাত্র ৫ রান করে যোগ করে প্যাভিলিয়নে ফিরেছেন। শুধু এ ম্যাচেই না, গত কয়েক মাস ধরেই ফর্মে নেই কেউই। তাই ওমানের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন আনতে যাচ্ছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
ডমিঙ্গো বলেন, দলে একটা পরিবর্তন আসবে। ওপেনিংয়ে নাঈম শেখ খেলবে। আর তাই ধারণা করা হচ্ছে, নাঈমকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। কারণ সৌম্যর বোলিংয়ের কথা বিবেচনা করেই নাঈমের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থতার পর বাদ পড়ছেন বাঁ-হাতি এই ওপেনার।
তবে নাঈম শেখও যে খুব একটা ছন্দে আছেন ঠিক এমনটিও নয়। সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তার সর্বোচ্চ ইনিংসটি মাত্র ২৯ রানের, দ্বিতীয় সর্বোচ্চ করেছেন ২৩ রান।
এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপে নাঈম কতটা আলো ছড়াতে পারেন তাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। এদিকে আবার খুব বেশি বিকল্পও নেই বাংলাদেশ কোচের হাতে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল বিশ্বকাপ দল ঘোষণার আগেই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
এছাড়া অনেকটা অনুমিতভাবেই একাদশে জায়গা পাবেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মিডল অর্ডারে আফিফ হোসেনের সঙ্গে দেখা যেতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। প্রথম ম্যাচের মতো অলরাউন্ডার সাইফউদ্দিনেও ভরসা রাখতে পারেন রাসেল ডমিঙ্গো। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমাদের সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদ কিংবা শরিফুল ইসলামদের কাউকে।
Discussion about this post