খেলাধূলা ডেস্ক
টসে জিতে ব্যাটিংয়ের শুরুটা আশানুরূপ হয়টি দল বাংলাদেশের। মোটে দুটি চার আর একটি ছয় আসে প্রথম ৬ ওভারে। কিন্তু ওমানের বোলারদের নিখুঁত লাইন-লেন্থে রান তুলতে হিমশিম খেতে থাকে বাংলাদেশি ব্যাটসম্যানরা।
ব্যক্তিগত ৪ রানে প্রাণ ফিরে পান লিটন দাস। তবে সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। বিলাল খানের বলে ক্যাচ তুলে দেন লিটন। তবে সেটি ধরতে ব্যর্থ হন কাশাপ প্রজাপতি। এরপরই বিদায়ঘণ্টা বাজে তার। বিলাল খানের দুর্দান্ত ইর্য়কারে পরাস্ত হন লিটন। ফিরে যান ৬ রান করে।
লিটনের পর একই পথে হাঁটেন মেহেদী হাসানও। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নম্বরে নামেন মেহেদী হাসান। কিন্তু তাতেও নড়বড়ে বাংলাদেশ। শুরুর চাপ তো দূরের কথা, উল্টো দলকে বিপদেই ফেলে গেলেন তিনি। ফায়াজ বাটের দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরে যান মেহেদী। নিজের বলে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিয়েছেন ফায়াজ। ৩ বল খেলে শূন্য রানে ফিরেছেন মেহেদী।
দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ সাকিব ও নাঈম। দু’জন মিলে গড়েছেন ৫০ রানের জুটি। শুরুতে খোলসবন্দী থাকলেও ধীরে ধীরে শট খেলছেন তারা। সাকিব অপরাজিত আছেন ২৫ বলে ৩৮ রান নিয়ে। অন্যদিকে নাঈমের সংগ্রহ ৩৫ বলে ৪০ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ৮৮ রান।
এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের। তার পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ।
Discussion about this post