খেলাধূলা ডেস্ক
নিজেদের মাঠেই প্যারিস সেইন্ট জার্মেইঁ পড়ে গিয়েছিল বড় সমস্যায়। রাজেন বলস্পোর্ট লাইপজিগ ২-১ গোলে এগিয়ে গিয়ে রীতিমতো চোখরাঙানিই দিচ্ছিল পিএসজিকে। ওই অবস্থায় মেসির জোড়া গোল এ যাত্রায় রক্ষা পায় দলটি।
পিএসজির জয়, মেসির জোড়া গোলের সঙ্গে আলোচনায় উঠে এসেছে মেসির পেনাল্টি থেকে করা দ্বিতীয় গোলটাও। সে পেনাল্টিটা যে এমবাপেই বাড়িয়ে দিয়েছিলেন মেসিকে!
বার্সেলোনায় যেমন সর্বেসর্বা ছিলেন মেসি, পিএসজিতে এসে ভূমিকাটা বদলে গেছে। খেলাটাও এখন আর মেসিকে কেন্দ্র করে চলে না দলের, এমনকি পেনাল্টির ক্ষেত্রেও প্রাধান্য নেইমার-এমবাপেদের। নেইমার নেই, তাই দলের প্রধান পেনাল্টি টেকার এখন এমবাপেই।
আজ সে সুযোগ পেয়েও কেন গোলের সুযোগটা মেসির হাতে তুলে দিলেন? ফরাসি তারকা ফরোয়ার্ড জবাবে বললেন, ‘কেন আমি মেসিকে পেনাল্টিটা ছেড়ে দিয়েছিলাম? বিষয়টা স্বাভাবিক, সে বিশ্বের সেরা খেলোয়াড়!’
তিনি আরও যোগ করেন, ‘সে যে আমাদের দলে খেলতে এসেছে, সেটাই তো আমাদের জন্য অনেক বড় সুবিধার ব্যাপার। পেনাল্টি এলো, সে শটটা নিলো, আর গোল করলো।’
Discussion about this post