খেলাধূলা ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়েই বিশ্বকাপের প্রথম জয় তুলে নিয়েছিল আইসিসির সহযোগী দেশ নামিবিয়া। তাও আবার প্রথমবার অংশ নিয়ে! আফ্রিকার দলটি ইতিহাসও গড়লো শুক্রবার। প্রথম পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বড় কোনও টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে পা রাখলো প্রথমবার।
ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। অঘোষিত নকআউট ম্যাচ ছিল এটি। টুর্নামেন্ট তো বটেই, নিজেদের জন্যও দুই দলের কাছে এই ম্যাচের মাহাত্ম্য ছিল বেশ। সে ২০১২ বিশ্বকাপে যে শেষবার পেরিয়েছিল গ্রুপ পর্বের বৈতরণী, এরপর থেকে যেন মূল লড়াইয়ের স্বাদটা ভুলেই গিয়েছে আইরিশরা। অন্যদিকে নামিবিয়া এবার দ্বিতীয়বার খেলতে এসেছে বিশ্বকাপে, টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার। প্রথমবারেই বাজিমাতের সুযোগ কে হাতছাড়া করতে চায়? নামিবিয়া চায়নি, দিনশেষে করেওনি।
টস জিতে আইরিশদের ব্যাটিং পারফরম্যান্স আহামরি ছিল না মোটেও। টপের তিন ব্যাটারদের মধ্যে পল স্টার্লিংয়ের ৩৮ রানই সর্বোচ্চ ছিল। কেভিন ও’ব্রায়েনের ২৫ ও অ্যান্ডি বালবার্নির ২১ রানের পর বাকি ব্যাটাররা ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। ডাবল ফিগারেই পৌঁছাতে পারেননি।
নামিবিয়ার বোলারদের মিলিত পারফরম্যান্সই আইরিশ ব্যাটারদের ৮ উইকেটে ১২৫ রানে রুখে রাখতে সাহায্য করে। ফ্রাইলিঙ্ক ২১ রানে তিনটি উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন ডেভিড ভিসা। একটি করে নেন জেজে স্মিট ও বেরনার্ড স্কলটজ।
জবাবে নামিবিয়ার দুই ব্যাটার ক্রেইগ উইলিয়ামস (১৫) ও জেন গ্রিন (২৪) ধীরগতির ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন। দুজনের বিদায়ের পর দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন মূলত অধিনায়ক গেরহার্ড এরাসমুস ও ডেভিড ভিসা। এরাসমুস ৪৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে অপরাজিত থেকেছেন। আর ভিসা ১৪ বলে ২৮ রানের মিনি ঝড়ে দলের জয়কে করেন আরও সহজতর। ২ উইকেট হারিয়ে দলটি জয় নিশ্চিত করে ১৮.৩ ওভারে।
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়ে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় পর্বের টিকিট কাটলো তারা। পাশাপাশি নিশ্চিত হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও! দ্বিতীয় পর্বে তারা এখন খেলবে গ্রুপ-২- এ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও স্কটল্যান্ড ।
Discussion about this post