খেলাধূলা ডেস্ক
প্রায় সাড়ে চার মাস পর ক্রিকেটে ফিরছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেইনফোর বরাতে সোমবার (২৫ অক্টোবর) জানা গেছে, আসছে ডিসেম্বরে অনুষ্ঠেয় অ্যাশেজ দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি।
বিশ্বসেরা কয়েকজন অলরাউন্ডারের তালিকা করলে নিঃসন্দেহে বেশ ওপরের দিকেই নাম থাকবে স্টোকসের। ক্রিকেট অধ্যায়ে বেশ খ্যাতি রয়েছে তার। গত বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে নিজেদের ঘরে কাপ নিয়ে আসেন। কিন্তু জুলাইয়ে মানসিক অবসাদের কথা বলে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে গিয়েছিলেন তিনি। অবশ্য সেই সঙ্গে তার বাম হাতের আঙ্গুলের চোটও অবশ্য একটা কারণ হতে পারে তার বিরতিতে যাওয়ার।
ক্রিকেট থেকে দূরে থাকায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলে ছিলেন না স্টোকস। তবে এবার নিজেই প্রত্যাবর্তনের খবর জানালেন। ফিরে আসার খবর দিয়ে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য এবং চোট সারানোর তাগিদেই কিছুদিন ক্রিকেটের বাইরে ছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ দিয়েই মাঠে ফিরতে প্রস্তুত আমি।
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে গিলস বলেন, আঙুলে সফল অস্ত্রোপচারের পর স্টোকসের সঙ্গে আমার এবং টিম ম্যানেজমেন্টের কথা হয়েছে। সে আমাদের বলেছে যে, সে মাঠে ফেরার জন্য প্রস্তুত আছে। এছাড়া আসন্ন অ্যাশেজে দলের হয়ে খেলতে মুখিয়ে আছে সে।
এর আগে গত ১০ অক্টোবর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অ্যাশেজের জন্য দল ঘোষণা করে। তাদের ঘোষিত ১৭ জনের দলে আছেন জস বাটলারো। অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন ও জৈব সুরক্ষাবলয়ের কড়াকড়ির কারণে এ সফর নিয়ে এর আগে প্রকাশ্যেই অনাগ্রহ জানিয়েছিলেন বাটলার। তবে তাকেও দলে রেখেছে ইসিবি।
এবারের আইপিএলে কোমরের হাড়ে চোট পাওয়ায় বিশ্বকাপ এবং অ্যাশেজ থেকে ছিটকে গেছেন স্যাম কুরান। এছাড়াও কিছুদিন আগেই টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছেন মইন আলী। এছাড়াও ইনজুরির কারণে দলে নেই জফরা আর্চারও। ফলে চার অভিজ্ঞ খেলোয়াড়কে ছাড়াই এবারের অ্যাশেজে নামবে ইংলিশরা।
তবে আশার বানীও রয়েছে। পায়ের মাংসপেশি চোট থেকে ফিরে দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। চলতি বছর ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পর সিরিজ থেকে ছিটকে যান স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়ায় সফর করা ব্রডের চতুর্থ অ্যাশেজ হতে যাচ্ছে এটি। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার ৩৯ বছর বয়সী জেমস অ্যান্ডারসনের জন্য এটি পঞ্চম অ্যাশেজ সফর।
সবশেষ ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। পরের দুটি সফরে ইংল্যান্ড একটি ম্যাচও জিততে পারেনি। এবারও যে কাজটা সহজ হবে না সেটা ভালো করেই জানেন ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড।
Discussion about this post