খেলাধূলা ডেস্ক
বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে হারলেও জোড়া উইকেট তুলে নিয়েছেন রশিদ খান। এতে অনবদ্য এক ব্যক্তিগত নজির গড়েন এই আফগান ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন টপকে যান আফগান স্পিনার। এই ম্যাচের পর আফগানিস্তানের জার্সিতে রশিদের টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১-এ।
বিশ্বের চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন রশিদ। তার আগে এই মাইলফলক টপকে গিয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, বাংলাদেশের সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের টিম সাউদি।
তবে বাকি তিন জনের থেকে কম ইনিংস খেলে এমন নজির গড়েন রশিদ। যেখানে ১০০ উইকেট শিকারে মালিঙ্গা ৭৬, সাউদি ৮২ ও সাকিবকে ৮৩টি ইনিংস খেলতে হয়েছে সেখানে রশিদ মাত্র ৫৩টি ইনিংসে বল করেই ১০০টি উইকেট তুলে নেন। সুতরাং দ্রুততম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড গড়েন রশিদ। তিনি ভেঙে দেন মালিঙ্গার রেকর্ডও।
Discussion about this post