খেলাধূলা ডেস্ক
সেমিফাইনাল থেকে কার্যত ছিটকে পড়লেও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশ। এই দুই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশ দল সর্বোচ্চ চেষ্টা করবে, জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
অনেক কাঠখড় পুড়িয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া বাংলাদেশ মূল পর্ব খ্যাত এই রাউন্ডে একটি ম্যাচও জিততে পারেনি।
ক্যারিবীয়দের কাছে হেরে যাওয়ার পর রিয়াদ জানালেন, শেষ দুই ম্যাচে জেতাই এখন দলের মূল লক্ষ্য। সেমিফাইনালের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ায় আপাতত এ নিয়ে আর ভাবছে না দল। তবে রিয়াদের বিশ্বাস, চলমান বিশ্বকাপ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে বাংলাদেশের।
রিয়াদ বলেন, ‘এখনও অনেক কিছু পাওয়ার আছে। সেমিফাইনালের আশা হয়ত ক্ষীণ হয়ে গেছে। তবে আরও দুইটা ম্যাচ বাকি আছে। যদি জিততে পারি, দলের জন্য ভালো কিছু হবে।’
‘চেষ্টা করছি সবাই, মরিয়া হয়েই চেষ্টা করছি। মাঠে শতভাগ দেওয়ার চেষ্টা করছি। ভুল হচ্ছে…। দুইটা ম্যাচ জেতার চেষ্টা করব।’– বলেন তিনি।
Discussion about this post