খেলাধূলা ডেস্ক
দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে বাংলাদেশ দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। দেশের হয়ে সেই জিম্ববুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন তামিম। বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর অবশ্য খেলেছিলেন নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে। তবে সেখানে আঙ্গুলে আঘাত নিয়ে ফিরেছেন।
এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে জানিয়েছেন তামিম। বিশ্বকাপের পরপরই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজে তামিমকে পাওয়া না গেলেও টেস্ট সিরিজে ব্যাট হাতে মাঠ মাতাবেন এ তারকা ক্রিকেটার। তামিম জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অবশ্য জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে খেলবেন তামিম। বিসিবির মেডিক্যাল টিমের সঙ্গে কথা বলেই এনসিএলে খেলার সিদ্ধান্ত নিবেন এই ওপেনার। তামিম বলেন, আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আগামী ৭ নভেম্বর থেকে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করার পরামর্শ দিয়েছে। তাই আমি এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলার পরিকল্পনা করছি।
বিশ্বকাপের আগে থেকেই আঙুলের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় আছেন তামিম। যদিও এটি নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই ব্যাটাসম্যান। তবে ইনজুরি সারতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।
তামিম বলেন, আঙুলের ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছি। আরও এক সপ্তাহ বাকি আছে। এরপর আমি ব্যাটিং শুরু করতে পারব। ১২ নভেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রস্তুতি করবে বাংলাদেশ দল। ১৯, ২০ ও ২২ তারিখ তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। বাকি টেস্টটি মিরপুরের মাঠে গড়াবে ৪ ডিসেম্বর থেকে।
Discussion about this post