খেলাধূলা ডেস্ক
ক্রিকেটাররা ভালো খেললে প্রশংসায় ভাসেন। মিছিলও হয়, পুরো দেশ জয়ের নায়ককে নিয়ে মেতে থাকে। আবার পারফরম্যান্স খারাপ হলে ব্যর্থদের নিয়ে সমালোচনা হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু সিনিয়র তিন ক্রিকেটার সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিক সমালোচনাকারীদের পাল্টা সমালোচনা করেছেন! তবে তরুণ ক্রিকেটার তাসকিন বলছেন, এমন পারফরম্যান্সের পর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক।
আইসিসির সহযোগী সদস্য স্কটল্যান্ডের বিপক্ষে হারার পর দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে ছিল ক্রিকেটপ্রেমী সমর্থকদেরও সমালোচনা। কিন্তু সেই সমালোচনা নিতে পারলেন না সিনিয়র তিন ক্রিকেটার। যদিও সেই পথে যাননি তাসকিন।
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কোনও হারই তো মজার না, বড় হোক আর ছোট হোক। হার তো হারই। হার কার ভালো লাগে বলেন? আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। সে অনুযায়ী খেলতে পারিনি। এজন্য এত কথা, অনেক সমালোচনা। খুব স্বাভাবিক। এটা মেনে নিতেই হবে, কিছু করার নেই।’
তরুণ তাসকিন সমালোচনা স্বাভাবিকভাবে নিলেও অভিজ্ঞ তিন ক্রিকেটার পারেননি। সাকিবতো সংবাদ সম্মেলনে এসে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তর ঠিকমতো দেননি। উল্টো সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেছেন!
মাহমুদউল্লাহ এসে বলেছিলেন, ‘বাংলাদেশের জার্সিটা যখন গায়ে তুলি, আমাদেরও অনুভূতি হয়। দেশের জন্য সবই থাকে। ব্যথা থাকে, কারও অনেক ধরনের ইনজুরি থাকে। আমরা ওগুলো নিয়েই খেলি৷ দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়েও খেলি। ‘
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। তিনি সমালোচনাকারীদের আয়নায় মুখ দেখতে বলেছিলেন।
Discussion about this post