খেলাধূলা ডেস্ক
দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করতে চাইছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য ইতোমধ্যে সালাউদ্দিনকে প্রস্তাবও দেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি। এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সের পর খতিয়ে দেখা হচ্ছে, কোথায় কোথায় পরিবর্তন আনা প্রয়োজন। নীতিনির্ধারকদের বড় অংশ পরামর্শ দিয়েছেন, পরিবর্তন আনতে হবে কোচিং প্যানেলে।
প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে বিশ্বকাপের আগেই চুক্তি নবায়ন করে বিসিবি। ফলে চুক্তির শর্ত অনুযায়ী যতই ব্যর্থ হোক প্রথম এক বছর তাকে ছাঁটাই করতে পারবেনা বিসিবি, করলেও গুণতে হবে ক্ষতিপূরণ।
এমন সমীকরণে দাঁড়িয়ে ডোমিঙ্গোকে বিদায় বলা কঠিন হলেও তাকে রেখে টিম ম্যানেজমেন্টে রদবদল করতে চায় বোর্ড। যেখানে সহকারী কোচ হিসেবে সাকিব আল হাসান, তামিম ইকবালদের গুরু সালাউদ্দিনকেই পছন্দ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। ইতোমধ্যে প্রস্তাব দেওয়া হলেও সালাউদ্দিন সময় নিয়েছেন সিদ্ধান্ত জানাতে।
সিদ্ধান্ত এখনো না জানালেও জাতীয় দলের কার্যক্রমে দেখা গেছে আজ (৭ নভেম্বর) থেকে। পাকিস্তান সিরিজ সামনে রেখে ৭ জন ক্রিকেটারকে নিয়ে বিসিবি পরিচালক ও কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে আজ শুরু হয় ক্যাম্প। বিশ্বকাপের স্কোয়াডে না থাকা এসব ক্রিকেটারের অনুশীলনে হাজির হন সালাউদ্দিনও।
অনুশীলন শেষে মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপে খালেদ মাহমুদ সুজন জানান সালাউদ্দিনকে পাওয়ার চেষ্টায় আছেন তারা।
তাদেরই অন্যতম কোচ সালাউদ্দিন। দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় এই কোচের ঘরোয়া ক্রিকেটে আছে ঈর্ষণীয় সাফল্য। বিদেশিরা যখন দলের ফলাফল আনতে ব্যর্থ, তখন বিসিবি সালাউদ্দিনকে যুক্ত করতে চাইছে কোচিং প্যানেলে।
সালাউদ্দিনের সাফল্য ও ক্রিকেটারদের সাথে তার মনোরম ছাত্র-শিক্ষক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে উঠছে সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ করার দাবি।
Discussion about this post