খেলাধূলা ডেস্ক
টেস্ট ক্রিকেটে ২১ বছর পূর্ণ করল বাংলাদেশ। ২০০০ সালের ১০ই নভেম্বর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের।
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। দশম দেশ হিসেবে টেস্ট খেলতে নামে লাল-সবুজ বাহিনী। নাঈমুর রহমার দুর্জয়ের নেতৃত্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি খেলতে নামে টাইগাররা। সেই ম্যাচের মাধ্যমে ভারতের অধিনায়ক হিসেবে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলির। সেই ম্যাচে ভালো শুরুর পরও ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরি, হাবিবুল বাশার সুমনের দারুণ হাফ সেঞ্চুরি ও নাইমুর রহমান দুর্জয়ের ৬ উইকেট প্রাপ্তিতে ভারতের সাথে চোখ চোখ রেখেই খেলে যাওয়া সেই টেস্ট আভাস দিয়েছিল এই ফরম্যাটে ভালো করবে টেস্ট আঙিনায় পা রাখা নতুন সদস্য বাংলাদেশ। তবে সেই প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে ফারাক রয়ে গেছে বিস্তর।
টেস্ট ক্রিকেটের ২১ বছর পূর্ণ হলেও এখনও সাদা পোশাকে নিজেদের ভালোভাবে প্রমাণ করতে পারেনি লাল-সবুজের দলটি। এর পেছনে অবকাঠামোগত কারণের পাশাপাশি সাদা পোশাকের ম্যাচ কম খেলাকেই দায়ী করে থাকেন ক্রিকেট সংশ্লিষ্টরা। স্পোর্টিং উইকেটের অভাবে কেবল স্পিন কেন্দ্রিক কৌশল সাজিয়ে দেশের মাটিতে কিছুটা প্রতিরোধ হয়তো গড়তে সমর্থ হয় বাংলাদেশ। তবে বিদেশের মাটিতে লাগাতার নাস্তানাবুদ হওয়ার ইতিহাস বলে, ২১ বছর আগের সেই দলীয় সামর্থ্যের চেয়ে খুব বেশি এগিয়ে যাওয়ার প্রমাণ দেখাতে পারেনি টাইগাররা।
Discussion about this post