খেলাধূলা ডেস্ক
নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দিয়ে ভারত করেছে অনন্য এক অর্জন। নিজেদের ইতিহাসে রানের দিক থেকে সর্বোচ্চ জয় এটি। অর্জন যে শুধু ভারতেরই হয়েছে তা-ও নয়, অধিনায়ক বিরাট কোহলিও রেকর্ড গড়ে ফেলেছেন এই জয়ের ফলে। এমন এক রেকর্ড, যা নেই আর কোনো খেলোয়াড়ের।
সব ফরম্যাট মিলিয়ে ৫০টি জয়ের রেকর্ড নেই ক্রিকেটের ইতিহাসের কোনো খেলোয়াড়ের। সেই অনন্য কীর্তিটাই গড়েছেন কোহলি।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাইলফলকটা ছুঁয়ে ফেলেছিলেন আগেই। অপেক্ষা ছিল কেবল টেস্টের। সে অপেক্ষাটা শেষ হয়েছে আজ সোমবার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে তার দল। তাতেই সব ফরম্যাটে ৫০টি করে ম্যাচ জিতেছেন দলের হয়ে। গড়া হয়ে গেছে অনন্য রেকর্ডটা।
দলনেতার এমন কীর্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছে তাকে। টুইটারে এই জয়ের পরপরই লিখেছে, ‘অভিনন্দন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটে ৫০টা করে জয় তুলে নেওয়া একমাত্র খেলোয়াড়।’
কোহলির মাইলফলক ছোঁয়া, ভারতের রেকর্ড গড়া জয়ে কোচ রাহুল দ্রাবিড়ও স্বাদ নিয়েছেন ভিন্ন কিছুর। দলের অধিনায়ক ছিলেন, এবার এলেন ভিন্ন ভূমিকায়। এসে প্রথম সিরিজেই পেলেন জয়ের স্বাদ।
তবে পরের সিরিজটা কঠিন এক পরীক্ষা নিয়েই আসবে তার সামনে। বিরাট-দ্রাবিড়ের দল এরপর সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে বক্সিং ডে-তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলবে ভারত। তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলবে দুই দল। এরপর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পর্দা নামবে সিরিজটির।
Discussion about this post