খেলাধূলা ডেস্ক
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দল সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই নারী বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচটা খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। আগামী বছর ৫ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মাঠে গড়াবে ম্যাচটি।
আসছে বছর মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। তারই সূচি আজ বুধবার ঘোষণা করেছে আইসিসি। নিগারদের প্রথম ম্যাচের ঠিক আগের দিন মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
আট দলের এই টুর্নামেন্টে সব দল একে অপরের বিপক্ষে লড়বে রাউন্ড রবিন পদ্ধতিতে। শীর্ষ চার দলকে নিয়ে হবে সেমিফাইনালের লড়াই।
আগামী ৪ মার্চ শুরু হয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে ৩ এপ্রিল পর্যন্ত। ছয়টি শহরে চলবে খেলা। ডানেডিন, তরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে ম্যাচগুলো।
বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, ৭ মার্চ সেই ডানেডিনেই হবে সে লড়াই। এর ছয় দিন পর ১৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে, ১৮ মার্চ উইন্ডিজের বিপক্ষে, ২২ মার্চ ভারতের বিপক্ষে, ২৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২৭ মার্চ ইংলিশদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
এদের ভেতর কেবল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারতের বিপক্ষেই খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে ১৭ ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচ ও ভারতের বিপক্ষে ৪ ম্যাচ খেলেছে দলটি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২ ও ৫টি ম্যাচ জিতেছেন নিগাররা।এই বিশ্বকাপেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
Discussion about this post