খেলাধূলা ডেস্ক
বরাবরের মত এবারও মাঠে গড়াবে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিতব্য এই ম্যাচের জন্য দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
যথারীতি এবারও সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে স্কোয়াড। প্রতি দলে রাখা হয়েছে ১৫ জন করে ক্রিকেটার। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর ক্রিকেটার শহীদ জুয়েল ও কালরাত্রিতে প্রাণ হারানো শহীদ মুশতাকের নামে খেলবে দুই দল।
১৬ ডিসেম্বর, বিজয় দিবসে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল এগারোটায়। দুই দলের ক্রিকেটার ছাড়াও এতে দেশ বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব ও বোর্ড কর্তারা উপস্থিত থাকবেন।
একনজরে বিজয় দিবস ক্রিকেটের দুই দলের স্কোয়াড
শহীদ জুয়েল একাদশ : মেহরাব হোসেন অপি, রকিবুল হাসান, সজল চৌধুরী, আনোয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ শিপন, হান্নান সরকার, মাহমুদুল হাসান রানা, হাবিবুল বাশার সুমন, নাসির আহমেদ নাসু, এনামুল হক মনি, শফিউদ্দিন আহমেদ বাবু, মুশফিকুর রহমান, মোর্শেদ আলী খান, মনজুরুল ইসলাম ও ওয়াহিদুল গণি।
শহীদ মুশতাক একাদশ : জাবেদ ওমর বেলিম, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, এহসানুল হক সেজান, আতহার আলী খান, হাসিবুল হোসেন শান্ত, তারেক আজিজ খান, তালহা জুবায়ের, মোহাম্মদ আলী, সানোয়ার হোসেন, আজহার হোসেন শান্ত ও ফাহিম মুনতাসির সুমিত।
Discussion about this post