খেলাধূলা ডেস্ক
গোলবন্যায় প্রতিপক্ষদের ভাসিয়ে যাচ্ছে প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব হলেই বদলে যায় তাদের অবস্থান। এই আক্ষেপ পুড়িয়ে যাচ্ছে দলটির অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পেকে। তাছাড়া গত মৌসুমে লিগ ওয়ানের শিরোপাও হাতছাড়া হয়েছে প্যারিসের ক্লাবটির। তাই শিরোপা জিততে না পারলে ৫০ গোল করার কোনও অর্থ খুঁজে পান না এই ফরাসি তারকা।
ব্যক্তিগত পারফরম্যান্সে এমবাপ্পে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। গোলের পর গোল করছেন। কিন্তু ফরাসি স্ট্রাইকারের কাছে গোলের কোনও মূল্য নেই যদি দলের সাফল্য না থাকে। চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে কত নামিদামি খেলোয়াড় এসেছে পার্ক ডু প্রিন্সেসে, কিন্তু সাফল্য আসেনি। তাই ব্যক্তিগত পারফরম্যান্সের জায়গায় মৌসুমে ৫০ গোল করার কোনও অর্থই খুঁজে পান না এমবাপ্পে।
পিএসজির নিজস্ব টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘গত বছর আমার জন্য দারুণ ছিল। আমি ৪০ গোল পেয়েছিলাম, কিন্তু লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি। মৌসুম শেষে গিয়ে আমার ভেতরে বিস্ময় কাজ করেছিল। মনে হলো, ৫০ গোল করে কী হবে যদি জিততেই না পারি? কম গোল করে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়কেই আমি প্রাধান্য দেবো।’
ব্যক্তিগত জায়গায় গোলের পর গোল করলেও দল সাফল্য না পেলে আনন্দের উপলক্ষ থাকে না বলে মনে করেন এমবাপ্পে। গত মৌসুমে নিজে ভালো করলেও তাই খুশি হতে পারেননি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা, ‘খুব ভালো মৌসুম ছিল কিন্তু উপভোগ করতে পারিনি। আমাদের লক্ষ্যই থাকে শিরোপা জেতা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
Discussion about this post