খেলাধূলা ডেস্ক
জার্মান লিগে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ভল্ফসবুর্গকে ৪-০ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা বুন্দেসলিগার শীর্ষস্থান সুসংহত করেছে বাভারিয়ানরা। দুইয়ে থাকা ডর্টমুন্ডের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৯ পয়েন্টে এগিয়ে আছে নাগেলসমানের দল।
ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৭ মিনিটে টমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। মুহুর্মুহু আক্রমণ করেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি বাভারিয়ানরা। ৫৭ মিনিটে মুলারের অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন ডিফেন্ডার উপামেকানো। দুই মিনিট পর দুর্দান্ত ফিনিসিংয়ে বায়ার্নের হয়ে তৃতীয় গোল করেন উইঙ্গার লেরয় সানে।
এরপর ৮৭ মিনিটে মুসিয়ালার ক্রস থেকে অনবদ্য ভলিতে গোলে বায়ার্নের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন রবার্ট লেভানডভস্কি। এই গোলে বুন্দেসলিগায় নতুন রেকর্ড গড়লেন এই পোলিশ। এক কালেন্ডার ইয়ারে সর্বোচ্চ ৪৮ গোলের মালিক এখন পোলিশ স্ট্রাইকার লেভানডভস্কি।
Discussion about this post