খেলাধূলা ডেস্ক
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাস্বরূপ বৃহস্পতিবার বিজয় দিবসে সারাদিন ১৬ জন ক্রীড়াবিদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘হাঁটাহাঁটি’- ‘the Walks’ নামে স্বাস্থ্য সচেতনতা ও শরীর চর্চাবিষয়ক সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২:০১ মিনিটে) ঢাকার জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে রাজধানীর মহাখালী-উত্তরা-গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পর্যন্ত ৭১ কিলোমিটার হাঁটার এই কর্মসূচি শেষ হয়।
জিরো পয়েন্ট থেকে ভালুকায় পৌঁছাতে তাদের ১৭ ঘণ্টা সময় লাগে। একজন নারীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিজীবী মিলে মোট ১৬ জন এথলেট এই পদযাত্রায় অংশ নেন।
৭১ কিলোমিটার পদযাত্রা শেষে ভালুকায় ৭১টি মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি সমাপ্ত হয়। এসময় ভালুকার বিপুল সংখ্যক স্থানীয় ক্রীড়াবিদদের স্বাগত জানান। হাঁটা শেষে ক্রীড়াবিদরা চলমান করোনা মহামারি পরিস্থিতির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পথচারীদের মাঝে ৭১০টি ফেসমাস্ক বিতরণ করেন এবং সুস্থ ও নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বার্তা পৌঁছে দেন।
এছাড়াও তারা পরিবেশের প্রতি যত্নবান থেকে পদযাত্রা কর্মসূচিতে ব্যবহৃত সব পানির বোতল, প্যাকেট ইত্যাদি রাস্তায় না ফেলে বস্তায় ভরে ঢাকায় এনে ডাস্টবিনে ফেলেন।
উল্লেখ্য, ‘হাঁটাহাঁটি’-‘the Walks’ এর উদ্যোগে হাঁটার প্রয়োজনীয়তা ও উপকারিতা বিষয়ে তথ্য বিনিময় এবং দীর্ঘ দূরত্বের পদযাত্রা আয়োজন করা হয়ে থাকে। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ১৯ নভেম্বর ৪ ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার পদযাত্রার একটি কর্মসূচি পালন করা হয়েছিল।
Discussion about this post