খেলাধূলা ডেস্ক
করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। আজ রোববার (২ জানুয়ারি) খেলাবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম থেকে এ তথ্য জানা যায়।
পিএসজি আরও জানায়, গতকাল শনিবার রাতে দলের সবার করোনা পরীক্ষা করা হয়। আজ প্রাপ্ত রিপোর্টে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির করোনা পজিটিভ আসে।
মেসি ছাড়াও করোনা টেস্টে পজেটিভ হয়েছেন পিএসজির তারকা মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল।
এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, করোনা টেস্টে আমাদের চারজন তারকা ফুটবলার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল পজেটিভ হয়েছেন। আমরা তাদেরকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছে।
এদিকে, ইউরোপে করোনার যে সুনামি লেগেছে তার থেকে কোনোভাবে বাদ যাচ্ছে না নামি-দামি ফুটবল ক্লাবগুলো এবং একইসঙ্গে ফুটবল খেলোয়াড়রাও। এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খবর শোনা গিয়েছিল যে, এই দুই ক্লাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
Discussion about this post