খেলাধূলা ডেস্ক
বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে একটি এমেচার সাইক্লিং টিম। টিমবিডিসি নামের বাংলাদেশের এমেচার সাইক্লিং টিম এ রেকর্ড অর্জন করে।
গত ১০ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে এই বিশ্ব রেকর্ড করার ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্ব রেকর্ড করা এই সাইক্লিস্টরা হলেন, দ্রাবিড় আলম, তানভীর আহমেদ, মো. আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম।
৪৮ ঘণ্টার ছয়টি ক্যামেরার ভিডিও ফুটেজ, ১৩ জনের সাক্ষীর দেওয়া প্রমাণপত্র, সার্ভেয়ারের দেওয়ার রিপোর্ট, অজস্র ছবি, জিপিএস-এ রাইডের ডাটা এবং আরও অনেক কিছুকে একসঙ্গে করে গিনেজ কর্তৃপক্ষ শনিবার তাদের ওয়েবসাইটে সিদ্ধান্ত জানায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া কেউ পেশাদার সাইক্লিস্ট নন। ঘূর্ণিঝড় আজওয়াদের সময় বৈরি আবহাওয়ার মধ্যে ঢাকার পূর্বাচলে ৮-১০ ডিসেম্বর তারা সাইক্লিংয়ে রেকর্ড করেন।
রেকর্ডে অংশ নেওয়া দ্রাবিড় গণমাধ্যমকে বলেন, ‘প্রায় দুই বছরের প্রস্তুতি শেষে আমরা রেকর্ডটা পেলাম। মনে হচ্ছে অনেকদিন পরে কাঁধ থেকে একটা ভার নেমে গেল। এখন সময় আরও বড় কিছু করার।’
রাকিবুল ইসলাম বলেন, শুরু থেকেই উত্তেজনার পাশাপাশি স্নায়ুচাপ ছিল। ৪৮ ঘণ্টা না ঘুমিয়ে শীতের রাতে বৃষ্টি উপেক্ষা করে দ্রুতগতিতে সাইকেল চালিয়ে যেতে হয়েছে। প্রবল চেষ্টায় আমরা দেশকে গর্বিত করেছি।
Discussion about this post