খেলাধূলা ডেস্ক
কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে। ওদিকে করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। তাই তাকে এবারের বিশ্বকাপ বাছাই ম্যাচে না খেলানোর অনুরোধ করেছিল প্যারিস সেন্ত জার্মেই। আর্জেন্টিনা সেই ‘ডাকে’ সাড়া দিয়ে বাইরে রেখেছে তাদের অধিনায়ককে। যদিও দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই চিলি জয় করেছে আলবিসেলেস্তেরা।
আজ (শুক্রবার) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে আর্জেন্টিনা। কালামার ম্যাচে আনহেল দি মারিয়ার গোলে শুরুতে এগিয়ে গেলেও স্বাগতিকরা ম্যাচে ফিরতে সময় নেয়নি। বেন ব্রেরেতন দিয়াসের লক্ষ্যভেদে সমতায় ফেরে চিলি। তবে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান আবার বাড়িয়ে নেয় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেসের ওই গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকলো তারা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান সুসংহত করলো। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট আলবিসেলস্তেদের। এক ম্যাচ বেশি খেলা চিলি ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
মেসি নেই, এমনকি ডাগ আউটে প্রধান কোচ লিওনেল স্কালোনিও ছিলেন না। করোনাভাইরাসে আইসোলেশেনের মেয়াদ পূর্ণ করলেও এখনও নেগেটিভ হতে পারেননি এই কোচ। অর্থাৎ, নিয়মিত অধিনায়ক ও কোচ ছাড়া চিলির মাঠে পরীক্ষা দিতে গিয়েছিল আর্জেন্টিনা। তাদের ছাড়াই দারুণ ফুটবলে জয় নিয়ে ফিরেছে তারা।
ম্যাচ ঘড়ির নবম মিনিটেই এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসি না থাকায় আর্মব্যান্ড উঠেছে দি মারিয়ার হাতে্। পিএসজি এই মিডফিল্ডারের লক্ষ্যভেদেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রোদ্রিগো দে পলের পাস ধরে দারুণ শুরু এনে দেন তিনি। যদিও ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি চিলির। বেন দিয়াসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
এবার স্কোরশিটে নাম তোলেন লাউতারো। ৩৪ মিনিটে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। ৩০ গজ থেকে দে পলের নেওয়া জোরালো শট প্রতিহত করেন ক্লাউদিও ব্রভো। ফিরতি বলে শট করে জালে পাঠান লাউতারো।
দ্বিতীয়ার্ধে আর কোনও দলই গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দলগুলো।
Discussion about this post