খেলাধূলা ডেস্ক
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিন অঞ্চলে প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তিতের শিষ্যরা।
ঘরের মাঠ বেলো হরিজন্তেতে প্যারাগুয়েকে আতিথেয়তা জানায় ব্রাজিল। দলের হয়ে একটি করে গোল করেন রাফিনহা, ফিলিপে কৌতিনিয়ো, আন্তোনি ও রদ্রিগো।
আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। এখন শুধু তাদের আনুষ্ঠানিকতার ম্যাচ। তবুও প্রতিপক্ষকে কোনোভাবে ছেড়ে কথা বলছে না তিতের শিষ্যরা। এদিন ব্রাজিলের হয়ে গোল উৎসবে মজেছিলেন রাফিনহা, ফিলিপ কৌতিনহো, অ্যান্তোনি এবং রদ্রিগো। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রদ্রিগোর এটা ব্রাজিল জার্সিতে প্রথম আন্তর্জাতিক গোল।
ম্যাচের মাত্র ৯৩ সেকেন্ডেই ব্রাজিলের হয়ে লিডস ইউনাইটেড উইঙ্গার রাফিনহা বলে জাল জড়িয়ে দেন। তবে দীর্ঘ পর্যবেক্ষণের পর ভিএআর সেই গোল বাতিল করে দেয়; কিন্তু ২৮ মিনিটে পুনরায় রাফিনহাই গোল করে ব্রাজিল লিড এনে দেন।
পরে ৬২ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে বাঁক খাওয়ানো কৌতিনহোর শটে বল, প্যারাগুয়ে গোলের একেবারে ওপরের কর্ণারে জড়িয়ে যায়। ম্যাচের শেষের দিকে পরিবর্তিত হিসেবে মাঠে নামা অ্যান্টনি ব্রাজিলের হয়ে লিড ৩-০ করে দেন। এর দুই মিনিট পরই সহজ ট্যাপ ইনে, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি পান রিয়াল মাদ্রিদের রদ্রিগো।
১৫ ম্যাচের মধ্যে তারা ১২টি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচে ড্র করে, এবারের লাতিন আমেরিকার বিশ্বকাপের বাছাই পর্বে এখনো অপরাজিত। সব মিলিয়ে ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট ব্রাজিলের। ৩৫ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে আর্জেন্টিনা।
ব্রাজিলের কাছে বড় ব্যবধানে হেরে এবারের কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে প্যারাগুয়ের। ১৬ ম্যাচ শেষে ১০ দলের মধ্যে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে তারা।
কাতার বিশ্বকাপে এই অঞ্চলের ১০ দেশের বাছাই থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলার টিকেট পাবে। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ।
Discussion about this post