ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্থবির হয়ে আছে। জীবন থমকে গেছে। এমন অবস্থায় খেলার কথাও ভাবছেনও না অনেক ক্রিকেট-ফুটবল তারকা। তাদের মতে, আগে জীবন। আগে পৃথিবীর স্বাভাবিক অবস্থায় ফেরা। জীবন স্বাভাবিক হওয়া। তারপরেই খেলা।
বাংলাদেশ দলের ক্রিকেটার সাব্বির রহমানও আশা করছেন সব ঠিক হয়ে যাবে। শুধু দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানালেন তিনি।
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান দেশের এই কঠিন সময়ে সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
সেখানে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও এখন ভালো থাকার সময় নয়। তরপরও একটা অনুরোধ নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা প্লিজ বাসায় থাকুন, দয়া করে বাসা থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা মেনে চলুন। প্লিজ লকডাউন মেনে চলুন।
কারণ আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সেই সঙ্গে গোটা দেশ সুস্থ থাকবে। আশা করি ইনশাল্লাহ বাসায় থাকার চেষ্টা করবেন। যার যার ধর্ম পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং সবাই দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে এবং ভালো দিন আসবে ইনশাল্লাহ।’
Discussion about this post