খেলাধূলা ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে গোল করে নয়, ভিন্নভাবে এক রেকর্ড গড়েছেন ম্যানইউয়ের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রিমিয়ার লিগে এই ম্যাচের আগে রোনালদো সর্বশেষ লিডসের মুখোমুখি হয়েছিলেন ১৮ বছর ১২৫ দিন আগে। ইংলিশ লিগে কোনো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলার মাঝে এটাই সর্বোচ্চ সময় বিরতির রেকর্ড।
ম্যাচে খেলতে নেমে ৩৪ মিনিটেই এগিয়ে যায় রালফ র্যাগনিকের ম্যানইউ। হেডে গোল দেন হ্যারি ম্যাগুয়ার। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। তবে দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই ২ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে লিডস। ৫৩ মিনিটে রদ্রিগোর ক্রস রেড ডেভিলসদের গোলকিপার ডেভিড ডি গিয়াকে ফাঁকি দিয়ে ঢুকে যায় জালে। এর পরের মিনিটেই লিডসকে সমতায় ফেরান রাফিনহা।
সমতায় এগিয়ে চলছিল ম্যাচ। তবে ৭০ মিনিটে গোল দিয়ে ম্যানইউকে এগিয়ে দেন ফ্রেড। এরপর লিডস আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে অ্যান্থনি এলাঙ্গা গোল দিলে বড় ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।
এই জয়ে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চারে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। আর ২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে লিডস। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে যথারীতি ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে টেবিলের দুইয়ে লিভারপুল।
Discussion about this post