খেলাধূলা ডেস্ক
আগামী বছর চীনে হতে যাওয়া এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ড্র সম্পন্ন হয়েছে। ‘ই’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া, বাহরাইন ও তুর্কমেনিস্তানকে পেয়েছে।
বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসির দপ্তরে হওয়া ড্র অনুষ্ঠিত হয়।
আগামী ৮ জুন গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে খেলতে নামবে। লাল-সবুজের দল ১১ জুন তুর্কমেনিস্তানের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে ৮৯তম অবস্থানে থাকা বাহরাইন। তুর্কমেনিস্তান ১৩৪তম এবং মালয়েশিয়া ১৫৪তম স্থানে রয়েছে। র্যাঙ্কিংয়ের তলানির দিকে থাকা বাংলাদেশ ১৮৬তম স্থানে আছে।
এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে মোট ২৪টি দল অংশ নেবে। এশিয়ার শীর্ষ ১৩ দল চূড়ান্ত পর্বে খেলার টিকেট আগেই পেয়েছে। স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে চীন। বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে ১১ দল চূড়ান্ত পর্বে পা রাখবে।
Discussion about this post