খেলাধূলা ডেস্ক
এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছেন তামিম ইকবালরা। সিরিজ জয়ের আনন্দের সঙ্গে যোগ হয়েছে দুর্দান্ত একটা অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগ টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে চলমান সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। এ কারণে তিনটি ম্যাচই বাংলাদেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আফগানরা এখন হোয়াইটওয়াশের মুখে। আগামী ২৮ ফেব্রুয়ারি ধবলধোলাই ঠেকাতে একই ভেন্যুতে ফের মাঠে নামবেন রশিদ-নবীরা। ওই ম্যাচ জিতলে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে যাবে বাংলাদেশ।
আপাতত সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠার আনন্দ ছুঁয়ে যাচ্ছে দলকে। ১৪ ম্যাচে দশ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠল বালাংদেশ। এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। তিনে থাকা ভারতের সংগ্রহ ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট। তামিমদের বিপক্ষে পরপর দুই ম্যাচ হেরে সাতে নেমেছে আফগানরা। ৮ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের।
আগামী সোমবার তৃতীয় ম্যাচে জিতলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হবে বাংলাদেশের। আপাতত ৯১ পয়েন্ট নিয়ে তালিকার সাতে আছেন তামিমরা। ছয়ে থাকা পাকিস্তানের সংগ্রহ ৯৩ পয়েন্ট। তৃতীয় ওয়ানডেতে অতিথিদের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৪; উঠবে ছয়ে। তবে আফগানরা যথারীতি দশ নম্বরেই থাকবে।
Discussion about this post